ঝিকরগাছা সংবাদদাতা
ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও শ্রমিক সংগঠনের উদ্যোগে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় ‘শ্রমিক মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে’ শ্লোগানকে সামনে রেখে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকারের নেতৃত্বে একটি র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে ঝিকরগাছা প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে শেষ হয়।
র্যালি পরবর্তি উপজেলা পরিষদের মুক্তমঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, ঝিকরগাছা প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি আখি খাতুন, ফ্রেন্ডস টুয়েন্টি ফোর স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক শাহাজান আলি, যশোর জেলা ট্রাক ও ট্যাংকলরি ট্রাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন ঝিকরগাছা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক নাভিদ সারওয়ার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাব সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, যশোর জেলা ট্রাক ও ট্যাংকলরী ট্রাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন ঝিকরগাছা শাখার সভাপতি ইব্রাহিম হাসান, সহ-সভাপতি সাইফুল ইসলাম সব্বত, পাইপ ও প্লাম্বিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমরোজ আলি, সাধারণ সম্পাদক কোরবান আলি, যুগ্ম-সম্পাদক মো. লিটন প্রমুখ।