বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন ঈদ উল আযহা উদযাপন উপলক্ষে সড়ক ও মহাসড়কে জনসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা করা হয়।(বাংলার ভোর)
জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর বিআরটিএ সহকারী পরিচালক এএসএম ওয়াজেদ হোসেন, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান, যশোর জেলা বাস মালিক সমিতির সভাপতি বদিরুজ্জামান বাবলু ও সম্পাদক পবিত্র কাপুড়িয়া প্রমুখ।
সভার শুরুতে শহরের মুড়ুলির মোড়ে রাস্তা সংস্কারের বিষয়ে আলোচনা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার কোনো ধরণের পূর্ব আলোচনা বা মিটিং ছাড়াই হঠাৎ রাস্তা সংস্কার শুরু করায় যানজট ও মানুষের ভোগান্তি নিয়ে সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন যে, ঈদের সময় মুড়ুলি ও রাজারহাট এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় মানুষ এই এলাকায় ভোগান্তির শিকার হবে।
জবাবে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া জানান, দ্রুত রাস্তাটির সংস্কার কাজ শেষ হবে। জায়গার সংকটের কারণে বিকল্প ব্যবস্থা করা সম্ভব হয়নি, তবে এক লেনে কাজ চললেও(বাংলার ভোর) অন্য লেন খোলা থাকছে। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে প্রশাসনের সাথে সড়ক জনপদের কর্মীরা কাজ করছেন।
এছাড়াও, ঈদ সামনে রেখে সড়ক-মহাসড়কের পাশে পশুর হাট না করা, পশুবাহী যানবাহনে গন্তব্য ও ব্যানার রাখা, পশুবাহী যানে যাত্রী না আনা, সড়কে খড় বা মালামাল না রাখা, যানবাহনে বাড়তি ভাড়া সংক্রান্ত বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা, যানবাহন ও সড়কে চাঁদাবাজি বন্ধ করা, ফিটনেসবিহীন গাড়ি সড়কে না নামানোসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মুক্ত আলোচনা করা হয়।
জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পবিত্র কাপুড়িয়া বলেন, ঈদের সময় সড়ক দুর্ঘটনা বাড়ে। মহাসড়কে রিকশা, ইজিবাইক চলাচলের কারণে দুর্ঘটনার হার বেশি। এছাড়া তিনি টার্মিনাল এলাকায় চুরি-ছিনতাই কমাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম (বাংলার ভোর) বলেন, নিজেদের প্রয়োজনে সবাই যদি দায়িত্বশীল হয়, তাহলে সড়কে যানজট কমানো সম্ভব। যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালে আলোর স্বল্পতা দূর করতে টাওয়ার লাইট বসানো হবে বলেও তিনি জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাস্তার উপরে কোনো ভাবে পশুর হাট বসানো যাবে না, এমনকি পশু বা যাত্রী বহন করা গাড়িও রাখা যাবে না। ঈদে যাত্রীদের নিরাপদে ঘরে ফিরতে প্রশাসনের নজরদারি বাড়ানোর বিষয়েও তিনি তাগিদ দেন।