চৌগাছা সংবাদদাতা
চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত। ৫ জুলাই উপজেলা কামিল মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন থানা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন মাওলানা নুরুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র কামাল আহমেদ, সাবেক চেয়ারম্যান হাফেজ আমিন উদ্দিন খান, সহকারী সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন, সাংবাদিক রহিদুল ইসলাম খান, মাস্টার এমদাদুল হক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন ড. মাহবুবুর রহমান।