অভয়নগর প্রতিনিধি
অভয়নগর উপজেলা পরিষদের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়ছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। এ ছাড়া জাতীয় সমাজসেবার প্রতীকী স্বরুপ ১২জন প্রতিবন্ধী শিশুর মাঝে স্কুল ব্যাগ ও একজন বয়স্ক প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও প্রতিবন্ধী ভাতার বই তুলে দেয়া হয়।
উপজেলা চত্বরে নির্বাহী অফিসার কেএম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন এসিল্যান্ড থান্দার কামরুজ্জামান, উপজেলা প্রকৌশলী এস এম ইয়াফি, উপজেলা সমাজসেবা অফিসার ওয়াহিদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন প্রমুখ। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। র্যালি শেষে ১২ জন প্রতিবন্ধী শিশুর মাঝে স্কুল ব্যাগ ও একজন বয়স্ক প্রতিবন্ধীকে প্রতিবন্ধী ভাতার বই ও একটি হুইল চেয়ার প্রদান করা হয়।
শিরোনাম:
- একই সঙ্গে দুই কলেজের অধ্যক্ষ জাহিদুলের নজিরবিহীন দুর্নীতি
- অভয়নগরকে হারিয়ে ফাইনালে কালীগঞ্জ
- অফিস সহকারী পদে হেলালের এমপিওভুক্তি নিয়ে লুকোচুরি
- শিক্ষার মান উন্নয়নে ভালো শিক্ষক দরকার
- উপশহর টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষা সফর অনুষ্ঠিত
- ‘বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে’
- যশোরে নতুন আঙ্গিকে ব্রাদার্স ফার্নিচার শো রুম উদ্বোধন
- আলুর দাম লাগামহীন ভোক্তার নাভিশ্বাস