ঝিকরগাছা প্রতিনিধি
ফেসবুকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ছবি দেখে বিমোহিত হয়েছেন রাজবাড়ী জেলার ৩ বাইকার। তারা বাইসাইকেল চালানোর মাধ্যমে বাংলাদেশ ঘুরে দেখার প্রত্যয় নিয়ে প্রথমে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হন। এরা হলেন কুষ্টিয়ার জেলার খোকসা সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার দ্বাদশ শ্রেণীর ছাত্র আল আমিন হোসেন (১৯), পাংশা উপজেলার কলিমহর খলিল উদ্দিন মিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র আবদুল কাদের (১৮) এবং জিম বিশ্বাস (১৮)।
আজ (বৃহস্পতিবার) সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা মহিলা কলেজ মোড়ে কথা হয় ৩ বাইকারের সাথে। তারা গত মঙ্গলবার রাজবাড়ী জেলা শহর থেকে রওনা দেন বেনাপোল সীমান্তের উদ্দেশ্যে।
বাংলাদেশকে ঘুরে দেখার প্রথম যাত্রা শুরু করা আল আমিন হোসেন জানান, ফেসবুকের মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ছবি দেখেছি। ফেসবুক ছেড়ে আমরা সরাসরি বাংলাদেশকে ঘুরে দেখার প্রত্যয় নিয়ে ৩ জন বেনাপোলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। বুধবার রাতে তারা যশোর শহরের রেলগেট এলাকার হোটেল শাহরিয়ারে রাত যাপন করেন। সকালে তারা বেনাপোলের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা মহিলা কলেজ মোড়ে তাদের সাথে এ প্রতিনিধির সাক্ষাৎ হয়। সাক্ষাতে তারা পড়াশুনার পাশাপাশি বাংলাদেশ ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেন। আলাপচারিতার একপর্যায়ে তারা বলেন, যশোরের মানুষ খুব অতিথি প্রিয়, খুব ভালো মানুষ। তারা আরো বলেন, ভ্রমণকারীদের জন্য একসময় জেলা বা উপজেলা পর্যায়ে ডরমেটরি/ডাকবাংলোতে থাকার ব্যবস্থা করা হতো। এখন সেই ব্যবস্থা আর নেই। এর ফলে একটু নিরাপত্তা ঝুঁকি থাকে। আলাপচারিতা শেষে তারা গদখালীর ফুলের এলাকা ভ্রমণ শেষে বেনাপোল সীমান্ত এলাকার ভ্রমণ শেষে আজ (শুক্রবার) রাজবাড়ীতে পৌঁছাবেন বলে জানান।
শিরোনাম:
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব