বিবি প্রতিবেদক
যশোরের দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মো. নুরুজ্জামান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বিকেল ৫টায় ইন্তেকাল করেন তিনি।
দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এস এম নজরুল ইসলামের বরাতে তথ্য নিশ্চিত করেছেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কামরুজ্জামান আজাদ। তিনি জানান, ব্রেন স্টোক জনিত কারণে গত শুক্রবার নুরুজ্জামানকে যশোর সিএমএইচে ভর্তি করা হয়। দুইবার স্ট্রোকজনিত কারণে তার অবস্থা আশঙ্কাজনক ছিল।
যশোর থেকে ঢাকা সিএমএইচে রেফার করা হলে সেখানে চিকিৎসাধীন ছিলেন সহকারী অধ্যাপক নুরুজ্জামান। গত দুদিন ধরে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। গতকাল বিকেল ৫টায় তাকে মৃত ঘোষণা করা হয়।
অধ্যাপক নুরুজ্জামানের তিন ছেলের মধ্যে একজন নেভিতে কর্মরত। অন্য দুজন অধ্যায়নরত। পারিবারিক সিদ্ধান্তে তার জানাজা ও দাফনের সিদ্ধান্ত নেয়া হবে জানিয়ে সহকারী অধ্যাপক কামরুজ্জামান আরো বলেন, এখন পর্যন্ত তার গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার দোগাছিয়ায় দাফন করা হবে জানা গেছে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এস এম নজরুল ইসলাম। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শিরোনাম:
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব