বিবি প্রতিবেদক
যশোরের দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মো. নুরুজ্জামান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বিকেল ৫টায় ইন্তেকাল করেন তিনি।
দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এস এম নজরুল ইসলামের বরাতে তথ্য নিশ্চিত করেছেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কামরুজ্জামান আজাদ। তিনি জানান, ব্রেন স্টোক জনিত কারণে গত শুক্রবার নুরুজ্জামানকে যশোর সিএমএইচে ভর্তি করা হয়। দুইবার স্ট্রোকজনিত কারণে তার অবস্থা আশঙ্কাজনক ছিল।
যশোর থেকে ঢাকা সিএমএইচে রেফার করা হলে সেখানে চিকিৎসাধীন ছিলেন সহকারী অধ্যাপক নুরুজ্জামান। গত দুদিন ধরে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। গতকাল বিকেল ৫টায় তাকে মৃত ঘোষণা করা হয়।
অধ্যাপক নুরুজ্জামানের তিন ছেলের মধ্যে একজন নেভিতে কর্মরত। অন্য দুজন অধ্যায়নরত। পারিবারিক সিদ্ধান্তে তার জানাজা ও দাফনের সিদ্ধান্ত নেয়া হবে জানিয়ে সহকারী অধ্যাপক কামরুজ্জামান আরো বলেন, এখন পর্যন্ত তার গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার দোগাছিয়ায় দাফন করা হবে জানা গেছে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এস এম নজরুল ইসলাম। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শিরোনাম:
- আলুর দাম লাগামহীন ভোক্তার নাভিশ্বাস
- শীতে ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম
- একটা সংস্কার কমিটি দিয়ে সংবিধান সংস্কার সম্ভব না: মির্জা ফখরুল
- নিখোঁজের ৩ দিন পর কপোতাক্ষ নদে মিলল বৃদ্ধার মরদেহ
- কৃষ্ণনগরে আরাফাত কোকো স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন রতনপুর
- পাখির সাথে মানুষের ভালোবাসার গল্প !
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়