বিবি প্রতিবেদক
যশোরের দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মো. নুরুজ্জামান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বিকেল ৫টায় ইন্তেকাল করেন তিনি।
দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এস এম নজরুল ইসলামের বরাতে তথ্য নিশ্চিত করেছেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কামরুজ্জামান আজাদ। তিনি জানান, ব্রেন স্টোক জনিত কারণে গত শুক্রবার নুরুজ্জামানকে যশোর সিএমএইচে ভর্তি করা হয়। দুইবার স্ট্রোকজনিত কারণে তার অবস্থা আশঙ্কাজনক ছিল।
যশোর থেকে ঢাকা সিএমএইচে রেফার করা হলে সেখানে চিকিৎসাধীন ছিলেন সহকারী অধ্যাপক নুরুজ্জামান। গত দুদিন ধরে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। গতকাল বিকেল ৫টায় তাকে মৃত ঘোষণা করা হয়।
অধ্যাপক নুরুজ্জামানের তিন ছেলের মধ্যে একজন নেভিতে কর্মরত। অন্য দুজন অধ্যায়নরত। পারিবারিক সিদ্ধান্তে তার জানাজা ও দাফনের সিদ্ধান্ত নেয়া হবে জানিয়ে সহকারী অধ্যাপক কামরুজ্জামান আরো বলেন, এখন পর্যন্ত তার গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার দোগাছিয়ায় দাফন করা হবে জানা গেছে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এস এম নজরুল ইসলাম। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শিরোনাম:
- যশোরে সবজির বাজার চড়া হলেও ইলিশের গায়ে আগুন
- যশোরে এসিড হামলার শিকার পরিবারের পাশে তারেক রহমান
- জুলাই বিপ্লবের শিশু যোদ্ধাদের সম্মানে মৌসুমী ফলের আসর
- অ্যাড. নূরে আলম সিদ্দিকী সোহাগের মতবিনিময় শনিবার
- নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে
- যশোরে জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন
- ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিতয় জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন চায় জামায়াত -অধ্যাপক গোলাম রসুল
- যশোরে ‘চব্বিশের গণআন্দোলন ও আজকের মূল্যায়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত