বেনাপোল প্রতিনিধি
আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৪ উপলক্ষে গতকাল কাস্টম হাউজ বেনাপোলে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছেন। বেলুন ও কবুতর উড়িয়ে দিনের সূচনা করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস ভ্যাট ও প্রশাসন) ফারজানা আফরোজ।
পরে বেনাপোল কাস্টমস ক্লাব মিলনায়তনে সেমিনার ও আলোচনা সভা হয়। বেনাপোল কাস্টম হাউজের কমিশনার আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মো. কামরুজ্জামান, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান। সঞ্চালক ছিলেন যুগ্ম কমিশনার শাফায়াত হোসেন। কাস্টমস কি-নোট উপস্থাপন করেন বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার হাফিজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি কমিশনার ছৈয়দুল আলম, প্রভাত কুমার সিংহ, রবীন্দ্র সিংহ, রাফেজা সুলতানা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে রাজস্ব আদায়ে প্রতিটি কাস্টমস কর্মকর্তাকে যথেষ্ট আন্তরিক এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে দেশের সকল নাগরিককে ট্যাক্স ও ভ্যাট প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান।
শিরোনাম:
- বাম গণতান্ত্রিক জোটের আয়োজনে যশোর গণহত্যা দিবস স্মরণ
- যশোরে জাগপার ৪৫ বছর পূর্তি উদযাপন
- যশোরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
- যশোর শহরের ফুটপাতে শরবত বিক্রির হিড়িক
- মসজিদ কমিটির টাকার হিসাব নিয়ে যুবদল নেতা খুন
- টোল ফ্রিসহ পাঁচ দফা দাবিতে যশোরে অ্যাম্বুলেন্স র্যালি ও বিক্ষোভ
- ‘কেন্দ্রীয় কৃষকদল নেতাকে এমপি বানাতে একট্টা’র ঘোষণা আ’লীগ চেয়ারম্যানদের, ভিডিও ভাইরাল
- `ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান’