রাজগঞ্জ সংবাদদাতা
মণিরামপুর উপজেলা ভোজগাতি গ্রামের আজিজুর রহমানের বাড়িতে ৮পা ও দুই লেজওয়ালা বাছুরের জন্ম দিয়েছে একটি গাভী।
সোমবার সকালে বোজগাতী ইউনিয়নে অদ্ভুদ এ বাছুরটির জন্ম হয় বলে নিশ্চিত করেছেন স্থানীয় খয়বার হোসেন। তবে গাভিটি সুস্থ থাকলেও বাছুরটি কিছু সময় পর মারা যায়। এদিকে অদ্ভুত এ বাছুরের জন্মের খবর পেয়ে সেটিকে দেখতে শত শত মানুষ ভিড় জমায় আজিজুরের বাড়িতে