শরনখোলা সংবাদদাতা
বাগেরহাটের শরণখোলা উপজেলার; ৭ নং রাজৈর ওয়ার্ড বাসস্ট্যান্ড সংলগ্ন আঞ্চলিক মহাসড়কের পার্শ্ববর্তী ৪.৬৬ একর জমি দখলের অভিযোগ উঠেছে করেন।
দখলকারী রাজৈর গ্রামের ফরিদ মাতুব্বার মঙ্গলবার বলেন, ওই জমি তার শ্বশুর পক্ষের। বেশ কয়েক বছর আগে পাট্টা মেয়াদীর নাম করে অন্যায়ভাবে রেকর্ড করে জমি জোর জবরে দখল করে। ওই ঘটনায় তখন তিনি আদারতের শরণাপন্ন হন। পরবর্তীতে আদালতের নির্দেশে তিনি জমির দখল নেন।
এ ঘটনায় শরণখোলা থানায় অভিযোগ দাখিল করেছেন প্রতিপক্ষ। এ অবস্থায় থানা পুলিশ শান্তি ভঙ্গ না হওয়ার বিষয়টি অবগত করেন। এবং উভয় পক্ষকে সঠিক কাগজপত্র নিয়ে থানায় উপস্থিত হওয়ার নির্দেশ দেন। এ সংবাদ লেখা পর্যন্ত উভয় পক্ষ থানায় অবস্থান করছিল।