লোহাগড়া প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় সরকারি জমি থেকে গাছ কেটে নিলো দুর্বৃত্তরা। গাছের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
অভিযোগে জানা গেছে, নড়াইলের লোহাগড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের মশাগুনী ১/১ খতিয়ানভুক্ত ৫নং দাগের সরকারি জমি থেকে রামপুর গ্রামের খালেদুর রহমান টিটো ও মলি বেগমের নেতৃত্বে দুর্বৃত্তরা ওই জমি থেকে গত ৭ ও ৮ জানুয়ারি দু’দিন ধরে মেহগনি, সীলকড়াই ও সুপারিসহ অন্যান্য বনজ বৃক্ষ কেটে নিয়ে গেছে।
এলাকাবাসী মৌখিক অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরিন জাহানের নির্দেশে গত মঙ্গলবার লক্ষীপাশা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আফিল উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কর্তনকৃত গাছের কিছু অংশ জব্দ করেন। কিন্তু ওই কর্মকর্তা ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই দুর্বৃত্তরা গাছ অন্যত্র সরিয়ে নিয়ে গেছে বলে এলাকাবাসীর অভিযোগ।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে কথা হলে তারা গাছ কাটার বিষয়ে কোন সদুত্তর দিতে পারেনি।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরিন জাহান বলেন, গাছ কাটার ঘটনায় জড়িতদের সতর্ক করা হয়েছে। পরবর্তীতে অভিযুক্তরা সরকারি জমি থেকে গাছ কাটলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম:
- অনলাইনে প্রতারণায় ৪৭ লাখ টাকা হাতিয়ে নেয়া চক্রের ৩ সদস্য আটক
- যশোরে দুই স্কুল ছাত্র ছুরিকাহত
- খুলনা বিভাগের পাঁচ জেলার ৪৬ সাংবাদিককে কল্যাণ ট্রাস্টের সহায়তা
- যশোরে সংবাদ সম্মেলন এনজিও কর্মকর্তার বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগে
- যশোর জেলা ক্রীড়া সংস্থা কাকে খুশি করতে অ্যাডহক কমিটিতে ‘ইনাম’ ?
- অভয়নগরে মৎস্যজীবী দলের কর্মী সভা অনুষ্ঠিত
- সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ৩
- ঝিকরগাছা জামায়াতের যুব সম্মেলন অনুষ্ঠিত