ঝিকরগাছা সংবাদদাতা
বাংলা সাহিত্যের কিংবদন্তি সাহিত্যিক, উপন্যাসিক, গবেষক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১, লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্বর্ণ পদকপ্রাপ্ত লেখক বীর মুক্তিযোদ্ধা মরহুম হোসেন উদ্দীন হোসেন স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় যশোরের ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর গ্রামে লেখকের নিজ বাসভবনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গাজী মো. মাহবুব মুর্শিদ।
ঝিকরগাছা শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট কথাসাহিত্যিক পাভেল চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় মূল প্রবন্ধ পাঠ করেন কথা সাহিত্যিক মোহাম্মদ শামসুজ্জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মদনপুর ডিগ্রি কলেজের অধ্যাপক, কবি ও সাহিত্যিক সফিয়ার রহমান, ইমদাদুল হক ইমদাদ, সোনিয়া আক্তার ও জারিয়াত নেহার সঞ্চালনায় উক্ত স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের আহবায়ক শিক্ষাবিদ অনিল বিশ্বাস, কবি মুহাম্মদ শফি, সাতক্ষীরা সাহিত্য পরিষদের সভাপতি শহীদুর রহমান, ঝিকরগাছা সরকারি হাইস্কুলের সাবেক শিক্ষক আব্দুর রশিদ, কবি ও গবেষক ড. মহিউদ্দিন মোহাম্মদ, সাতক্ষীরা জেলা সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানে কবি টিপু সুলতান সম্পাদিত শিল্প সাহিত্যের ছোট কাগজ নবদ্বীপ এর হোসেন উদ্দীন হোসেন স্মরণে স্মারক সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
সারাদেশ থেকে আগত প্রায় শতাধিক কবি সাহিত্যিক এবং আমন্ত্রিত অতিথিরা সারা দিনব্যাপি এই আয়োজনে আলোচনা, প্রবন্ধ পাঠ, কবিতা পাঠ ও হোসেন উদ্দীন হোসেনের স্মৃতিচারণ করেন।
উল্লেখ্য, ১৯৪১ সালের ২৮ ফেব্রুয়ারি জন্ম গ্রহণ করা হোসেন উদ্দীন হোসেন গতবছরের ২০ মে ৮৩ বছর বয়সে ব্যক্তি মৃত্যুবরণ করেন।
শিরোনাম:
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব
- শার্শায় বিদ্যুৎস্পষ্টে শিক্ষার্থীর মৃত্যু
- শার্শা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আটক ৪
- সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর ২ সহযোগী আটক : উদ্ধার জিম্মি ৯ জেলে
- ডাকসুর মতোই সুষ্ঠু হবে জাতীয় নির্বাচন : শফিকুল আলম
- পূজোয় বড় চমক নিয়ে আসছেন মনামী