বাংলার ভোর প্রতিবেদক
যশোরে অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা ফয়সালের খোঁজখবর নিলেন অনিন্দ্য ইসলাম অমিত
যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল অসুস্থ হয়ে বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তার শারীরিক অবস্থার খোঁজ নিতে মঙ্গলবার বিকেলে হাসপাতালে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
এ সময় তার সঙ্গে ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন খোকন, জেলা যুবদলের সভাপতি আনছারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগর, স্বেচ্ছাসেব দলের যুগ্ম আহবায়ক (দফতরের দায়িত্বে) শামিম আকতারসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত হাসপাতালে গিয়ে মোস্তফা আমির ফয়সালের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।