বাংলার ভোর প্রতিবেদক
‘মনোবল সাহস আর হাতে রেখে হাত, নতুন স্বদেশে আনি আলোর প্রভাত’ এই প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী যশোরে জাঁকজমকভাবে পালিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে এই জমকালো অনুষ্ঠানের সূচনা করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি ফুলকুঁড়ির দীর্ঘ পথচলার প্রশংসা করেন এবং শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তোলায় সংগঠনটির ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ির উপদেষ্টা সভাপতি অ্যাড. এসহাক আলী, উপদেষ্টা সহ-সভাপতি জাহিদ হাসান টুকুন, কৃষি শিল্প বিজ্ঞান উপদেষ্টা তরিকুল ইসলাম, যশোর শহর শাখার পরিচালক মো. রাকিবুজ্জামান, এবং সহকারী পরিচালক তাসনিম আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা ফুলকুঁড়ি আসরের বিগত পাঁচ দশকের গৌরবোজ্জ্বল কার্যক্রম তুলে ধরেন এবং আগামীতে নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সংস্কৃতি চর্চার বিকাশে সংগঠনটির প্রত্যয় ব্যক্ত করেন। বেলুন ওড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির শুভ সূচনা হয়।#