চৌগাছা সংবাদদাতা
নিবন্ধনহীন অবৈধ গাড়ির ব্যবহার রোধে যশোরের চৌগাছার সড়কগুলোতে অভিযান চালিয়েছে জেলা ট্রাফিক বিভাগ। রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পণ্যবাহী গাড়ি, মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
যশোর ট্রাফিক বিভাগের টিআই তাহারিম ইসলাম জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছি আমরা। রেজিস্ট্রেশনবিহীন গাড়ি, ট্রাফিক সিগন্যাল অমান্য করা ও হেলমেট না থাকা এবং সংশ্লিষ্ট গাড়ির কাগজপত্র, ইন্স্যুরেন্স, ড্রাইভিং লাইসেন্স ও ট্যাক্স টোকেন এসব বিষয় যাচাই-বাছাই করছি। এর মধ্যে ৪৭টি মোটরসাইকেল আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় অভিযানে জেলা ট্রাফিক পুলিশের টিআই রইচ উদ্দীন, টিএসআই সাইফুল ইসলাম ও আইয়ুব আলী উপস্থিত ছিলেন।
চৌগাছা থানার ডিউটি অফিসার এএসআই খোরশেদ আলম বলেন সারাদিনে ৪৭টি মোটরসাইকেল থানা হেফাজতে দিয়েছে ট্রাফিক পুলিশ সদস্যরা।