প্রেস বিজ্ঞপ্তি
দরিদ্র মহিলা সদস্যদেরকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে জয়তী সোসাইটি যশোরের আয়োজনে মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
মহিলা ও শিশুদের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক মর্যাদা বৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা ও আত্মনির্ভরশীল করার জন্য কাজ করা যশোরের অন্যতম মহিলা ও শিশু উন্নয়ন প্রতিষ্ঠান জয়তী সোসাইটির ৫৪টি মহিলা উন্নয়ন সংগঠনের ৪৮ জন মহিলা সদস্য এ প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণার্থীরা মাশরুম চাষ বিষয়ে বিস্তারিত ধারণা লাভ এবং মাশরুম চাষ করে স্বাবলম্বী হওয়ার আশা ব্যক্ত করেন।
প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন হর্টি কালচার সেন্টার যশোরের উপ-সহকারী উদ্যান কর্মকর্তা দিপঙ্কর কুমার নাথ। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার ফিরোজা খাতুন, শাহানাজ পারভীন রুপা, বর্ণালী সরকার প্রমুখ।