বিবি প্রতিবেদক
যশোরে চাকু নিয়ে ত্রাস সৃষ্টি করার সময় পুলিশ দুই সন্ত্রাসীকে সোমবার সন্ধ্যায় ২টি স্টিলের ধারালো টিপ চাকুসহ গ্রেফতার করেছেন কোতয়ালি থানার এসআই শেখ আকতারুল ইসলাম । গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার সুজলপুর (হঠাৎপাড়া) গ্রামের আব্বাস উদ্দীন সজল ও সাজু। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাতে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল দুপুরে আদালতে সোপর্দ করা হয়।
মামলায় আটককারী কর্মকর্তা উল্লেখ করেন, সোমবার সন্ধ্যা পৌনে ৬ টায় তিনিসহ একদল ফোর্স ধর্মতলা মোড় এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে খবর পান খোলাডাঙ্গা গ্রামের বায়তুল আল ইমান জামে মসজিদের গেটের সামনে পাকা রাস্তার উপর কতিপয় উঠতি বয়সের যুবক অস্ত্রশস্ত্র হাতে নিয়ে ত্রাস সৃষ্টি করছে। ওই সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় পুলিশের উপস্থিত টের পেয়ে উল্লেখিত আসামিরা সেখান থেকে পালানোর একপর্যায় তারা দু’জন গ্রেফতার হয়। পরে তাদের কাছ থেকে দু’টি স্টিলের টিপ চাকু উদ্ধার করে।
শিরোনাম:
- যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
- যশোরে বেড়েছে খুন-ধর্ষণ, আইনশৃংখলা উদ্বেগজনক
- যশোরে দ্বন্দ্ব সংবেদনশীলতা ও রূপান্তর বিষয়ক কর্মশালা শুরু
- জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নড়াইলকে দুই গোল যশোরের
- এবার যশোরে ৭০৫টি শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি
- সুন্দরবনের সাগরে নিখোঁজ মাহিদের মরদেহ উদ্ধার
- শ্যামনগর ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন
- মানসিক সুস্থতা এবং আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম